Service benefits of International Health Card

    • Treatment inquiry, Cost estimation, Visa invitations
    • Free Airport pick (In-Patient)
    • Hospital assistance & translation assistance
    • 5% Discount in Hospital (In 40 partner Hospitals)
    • 5% Discount in Health Check Up (In 40 partner Hospitals)
    • 10% discount on accommodation services
    • 15-20% discount in pharmacy
    • 50% discount in service charge (Tk.1000)
    • Free SIM Card facility.
    • Assist in discharge till departure
    • A personalized manager as one point of contact

To know more check this website. 

স্বাস্থ্য সেবা কার্ডের ঘোষণা দিল মেডিএইডার

স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহ প্রদান এবং নিজস্ব সেবার আপডেট সম্পর্কে জানাতে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা কার্ড উদ্বোধন করেছে মেডিকেল ট্যুরিজমভিত্তিক প্রতিষ্ঠান মেডিএইডার। গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে বেসিস অডিটোরিয়ামে এই  স্বাস্থ্যসেবা কার্ড উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, হেলথ কার্ডের (স্বাস্থ্যসেবা কার্ড) মাধ্যমে যে কেউ ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, জার্মানি এবং তুরস্কের ১১ হাজার ২৫০টি হাসপাতালের সঠিক চিকিৎসাসেবা নিতে পারবেন। দেশের বাইরে চিকিৎসা সেবায় ভিসা প্রসেস থেকে শুরু করে যাতায়াত, আবাসন, চিকিৎসা এবং ওষুধ সবকিছুতেই মেডিএইডার টিম সহযোগিতা প্রদান করবে। বাংলাদেশে মেডিএইডার এবং ভারতের ভিবি হেলথের উদ্যোগ কিউরমার্টের সঙ্গে যৌথভাবে এই সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যসম্মতভাবে পানীয় পান করার ওপর একটি সেমিনার আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা আফজাল হোসেন। তিনি বলেন, “যাদের বিদেশে পরিচিত চিকিৎসক নেই, তাদের মেডিএইড চিকিৎসক বন্ধু হয়ে সঠিক চিকিৎসা সেবা পেতে সাহায্য করবে।”

হেল্‌থ সেমিনার এবং কার্ড উদ্বোধন সম্পর্কে বিস্তারিত জানতে এই ব্লগটি দেখুন।

মেডিএইডার চেয়ারম্যান শায়ের হাসান বলেন, “বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে সমস্যা সমাধানে প্রাতিষ্ঠানিক উদ্যোগের দরকার। মেডিএইডার রোগীদের দেশে এবং বিদেশে সাশ্রয়ী মূল্যের চিকিৎসাসেবার সঙ্গে সংযুক্ত করার কাজ করে যাবে।” Source: Prothom Alo

MediAider brings international health card

MediAider, an organization involved in partnering with hospitals and doctors all around the globe, launched an international health card to ensure the best healthcare services for patients from Bangladesh.

Chattogram Chamber of Commerce and Industry (CCCI) President Mahbubul Alam was the chief guest at the launching ceremony held at a restaurant in the city.VB Health Global Business Director Raghabendra Prasad said the card will allow one to receive the right healthcare at the right cost in 11,250 hospitals across India, Thailand, Sri Lanka, Germany, and Turkey.

To know more about the international health card and the seminar visit these blogs.

The card will help get up to 10 percent discount for healthcare and 20 percent for medicines, he said.

The organization also provides assistance for visa, travel, and accommodation said the director.  Addressing the ceremony, CCCI President Mahbubul Alam said many people go abroad for treatment every year. But, they face difficulties to find out the right doctor and hospital for the treatment.

The card will surely help them have the treatment in a hassle-free manner while it will also save their money and time, said the business leader.

Source: Daily Sun